সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন

৪০০ ছয় হাঁকিয়ে রাসেলের অনন্য কীর্তি

৪০০ ছয় হাঁকিয়ে রাসেলের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক:

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকায় তৃতীয় পর্বের দ্বিতীয় দিন কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে এক অনন্য রেকর্ড গড়েছেন আন্দ্রে রাসেল। ক্রিকেট বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টি ছয় হাঁকান তিনি।

আজ শনিবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে চারটি ছয় হাঁকার মাধ্যমে এই কীর্তি গড়েন ক্যারিবীয় অলরাউন্ডার।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, এ দলসহ বিশ্বজুড়ে হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে খেলে ৪০০টি ছয় হাঁকান রাসেল। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আইপিএল, বিপিএল, বিগব্যাশ ও ইংল্যান্ডের কাউন্টি।

৪০০টি ছয় মারতে রাসেল খেলেছেন ৩১২ ম্যাচ। এর আগে ৩১১ ম্যাচে তার ছয়ের সংখ্যা ছিলো ৩৯৭টি। আজ চারটি ছয় হাঁকিয়ে তিনি ঢুকে যান ৪০০-এর ঘরে। কুমিল্লার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শেষ দিকে তার ২১ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে রাজশাহী ১৯৭ রানের বিশাল স্কোর গড়ে।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের মালিক রাসেলর সতীর্থ ক্রিস গেইল। ৪০০ ম্যাচ খেলে তার ছয়ের সংখ্যা ৯৬৬। আর মাত্র ৩৪টি ছয় হলেই তিনি হয়ে এক হাজার ছয়ের মালিক। ৬৪৭টি ছয় মেরে দ্বিতীয় অবস্থানে আছেন আরেক ক্যারবীয় পোলার্ড। ৪৮৫টি ছয় নিয়ে তৃতীয় স্থানে ম্যাককাল্ম ও ৪৩১ ছয় নিয়ে চতুর্থ স্থানে আছেন শেন ওয়াটসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877