রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

সরকারকে কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ

সরকারকে কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ

স্বদেশ ডেস্ক:

সরকারকে চ্যালেঞ্জ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোন নির্বাচনে অনিয়ম না করে নৌকা যদি পাস করে তাহলে আমি সমুদ্রে গিয়ে ডুব দেব। শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) কেন্দ্রীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ করেন।

কাদের সিদ্দিকী বলেন, এই দেশে কেউ চিরস্থায়ী না। এই কথাটা কেন যে আওয়ামী লীগের লোকেরা ভাবতেছে না, আমি সেটাই বুঝি না।

গত ৩০শে ডিসেম্বরের নির্বাচনে কোন ভোট হয় নাই দাবি করে এই মুক্তিযোদ্ধা বলেন, ‘দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। সাড়ে তিন ’শ সদস্যের এই অবৈধ সংসদ। ভাত খাওয়ার সময় যেভাবে ভাগ করে দেয়া হয়, ঠিক সেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে নির্বাচিত করে নির্বাচন দেখানো হয়েছিল। তারা কিন্তু সংসদেও গেছে।’

ঐক্যফ্রন্ট এমপিদের সমালোচনা করে তিনি বলেন, ‘যদি সংসদ অবৈধ হয় তাহলে ঐক্যফ্রন্টের যে আটজন গেছে তারাও অবৈধ। হয় তারা পদত্যাগ করুক, না হয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। তাহলে দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে। রাজনীতিতে একদিকে থাকতে হবে। সেদিক হচ্ছে মানুষের দিক। মানুষের দিক ছাড়া অন্যদিকে গিয়ে লাভ নাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877