শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ পূর্বাহ্ন

নওগাঁয় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁয় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

স্বদেশ ডেস্ক:

নওগাঁর মহাদেবপুরের বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টায় রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর একটি অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১১৬৮ বোতল ফেসসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে এবং তাদের ব্যবহৃত একটি ট্রাকসহ অন্যান্য মালামাল উদ্ধার করেছে।

আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে আইয়ুব আলী (২৪), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চামটা নতুন বাজার গ্রামের নুরে আলম ব্যাপারীর ছেলে রবিউল ইসলাম রনি (৩০), ভোলা জেলা সদরের উত্তর দিঘলদী গ্রামের আলমগীর হাওলাদার ছেলে শামীম হাওলাদার (৩৪)।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, র‌্যাব কর্তৃপক্ষ বাদী হয়ে শুক্রবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেছে এবং আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877