স্বদেশ ডেস্ক:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো: আল-আমীন খান (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার বিকালে আহত হয়ে রাত আড়াইটার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আল-আমীন খান উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মান্নান খানের পুত্র। তিনি ঢাকায় আইনজীবী সহকারী হিসাবে কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জসিম খানদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু প্রতিপক্ষ জসিম খানরা ওই জমিতে পাকা ভবনের কাজ শুরু করলে নিহতের বাবা ও মেঝো ভাই রিয়াজ খান ওই দিন এ নিয়ে থানায় অভিযোগ দেন। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকালে জসিম খান ও মনা খান আল-আমীনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকি-ধামকি দেয়। তিনি এর প্রতিবাদ করলে জসিম খান ও মনা খানের নেতৃত্বে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানে ওই রাতের আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আজ শুক্রবার হাসপাতাল থেকে নিহত আল আমীনের লাশ নিজ এলাকায় পৌঁছালে এলাকাবাসীর মাঝে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এসএম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে এখানো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।