মেষ: কর্মরত মহিলাদের কর্মে অলসতা দেখা দেবে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগের সৃষ্টি হতে পারে।
বৃষ : পেশাগত জীবনে সফলতা পাবেন। তবে পারিবারিক জীবনে খুব একটা ভালো যাবেনা । জীবনসঙ্গীর সাথে ঝগড়া হলেও তা মিটে যাবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন।
মিথুন: জীবনসাথীর সাথে যদি সত্যিকারের প্রেম আর স্নেহ থাকে তাহলে সবকিছুই সাধারণ থাকবে। এই বছর বৈবাহিক জীবন আনন্দময় থাকবে।
কর্কট: কর্কট রাশির জাতক জাতিকার সকালটা ব্যয় বহুল যাবে। দূরের যাত্রায় কিছু বাধা বিপত্তির সম্মূখীন হতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের ভালো আয় হবে
সিংহ: মাবসিক একটু চাপ বাড়তে পারে। প্রিয় জনের থেকে খারাপ খবর আসার সম্ভাবনা। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। সমাজে কোনও কাজের দায়িত্ব পাবেন।
কন্যা: দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য খরচ বাড়তে পারে। আত্মীয় নিয়ে কোনও বিবাদ হতে পারে। প্রেমের ব্যাপারে সম্মান পেতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান।
তুলা: তুলা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সম্মূখীন হতে হবে। উচ্চ শিক্ষার লক্ষে বিদেশ যাত্রার ক্ষেত্রে হতাশা নিরাশা দেখা দেবে।
বৃশ্চিক: আজ কোনও মহিলা আপনার অনেক উপকার করতে পারে। তবে নেশা থেকে একটু দূরে থাকুন নাহলে ফল ভালো হবেনা। ব্যবসায় ভাল কিছু ঘটার সম্ভাবনা।
ধনু: এই রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকুন, কোনও বিপদ এর আশঙ্কা থাকবে। আত্মীয়ের সঙ্গে বিবাদের সম্ভাবনা। বিবাহিত জীবনে কোনো সুখের খবর আসতে পারে।
মকর: মকর রাশির জাতক জাতিকার কাজ কর্মে ঝামেলার সম্ভাবনা প্রবল। সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর দ্বারাই সেখানে ঝামেলা হতে পারে। শরীর কিছুটা দূর্বল হতে পারে।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র সম্ভাবনাময়। সন্তানের পড়াশোনার কারণে দুঃশ্চিন্তায় পড়তে পারেন। ভালো কাজে বাধা বিপত্তির আশঙ্কা প্রবল।
মীন : ভাগ্যের দরজা খোলার সম্ভাবনা। বছর শেষে চাকরিতে পদোন্নতির সংবাদ আসতে পারে। আয় হলেও, সঙ্গে ব্যয়ও যথেষ্ট হবে। ফলে খরচ করার আগে ভালো করে ভেবে নিন।