স্বদেশ রিপোর্ট: নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক শীতকালিন অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানান হয়েছে। নিউইয়র্ক সিটির ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা কনফারেন্স হলে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এ সম্মাননা জানানো হয়। নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিলিপ নাথের সভাপতিত্বে এবং সংগঠনের অন্যতম পরিচালক রোকেয়া আক্তারের পরিচালনায় এ অনুষ্ঠানে কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সহ মূলধারার রাজনীতিকরাও ছিলেন।অনুষ্ঠানে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।
এসময় নিউইয়র্কে অভিবাসী সমাজের অগ্রযাত্রা, নানা ক্ষেত্রে অভিবাসীদের অবদান সহ মূলধারায় সম্পর্ক উন্নয়নের বিষয় ওঠে আসে। বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ সহ মূলধারার রাজনীতিকরা সবসময় ইমিগ্র্যান্ট কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমেরিকার অর্থনীতি, রাজনীতিসহ সর্বক্ষেত্রে অভিবাসীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশী কমিউনিটিকে তারা তাদের অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।