শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দক্ষিণে তাপস, উত্তরে মনোনয়নপত্র কিনেছেন আতিক

দক্ষিণে তাপস, উত্তরে মনোনয়নপত্র কিনেছেন আতিক

স্বদেশ ডেস্ক:

মনোনয়পত্র সংগ্রহ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও আতিকুল ইসলাম। তারা দুইজন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র প্রার্থী হতে চান।

বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই দুইজনের পক্ষের লোকজন।

বেলা তিনটার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন। আর বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-১০ আসনে সরকারদলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তত ১০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে শুক্রবার পর্যন্ত। ২৫ হাজার টাকায় মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করা যাচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877