বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই অনেকটাই একপেশে। সাতবারের মুখোমুখিতে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে এবার মনে হচ্ছে, ভারতকে না হারিয়ে ঘুম হবে না পাকিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ আমিরের কথায় অন্তত তাই মনে হয়। পাকিস্তানের এ পেসার মনে করেন মানসিকভাবে শক্তিশালী হলেই বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারানো সম্ভব।
বিশ্বকাপে পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে জায়গা পাননি আমির। সেটি বাজে পারফরম্যান্সের জন্য। পরে অনেক জলঘোলার পর আমির সুযোগ পান পাকিস্তানের বিশ্বকাপ দলে। আর সুযোগ পেয়েই বুঝিয়ে দিলেন পাকিস্তানের জন্য তিনি কতটা অপরিহার্য। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও ৫ উইকেট নিয়ে রোহিত-কোহলিদের মুখোমুখি হওয়ার প্রস্তুতিটা দারুণভাবেই সেরেছেন আমির। বিশ্বকাপে এখন তিনি সর্বোচ্চ উইকেটশিকারিও (১০)। তবে এসব ভুলে আমিরের চিন্তায় এখন শুধুই ভারত-পাকিস্তান ম্যাচ।
একে তো বিশ্বকাপ,তার ওপর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি চাপ। বিশ্বকাপে এমন বাড়তি চাপ সামলাতে পারবে তো পাকিস্তান? আমিরের জবাব, ‘বিশ্বকাপে সব ম্যাচেই চাপ থাকে। ভারতের বিপক্ষেও থাকবে। আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। আমাদের এখন প্রতি ম্যাচই জিততে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টাই করব।’
তবে পাকিস্তান এবার কোহলিদের হারাতে পারবে বলেই বিশ্বাস করছেন বাঁ হাতি এ পেসার, ‘অবশ্যই আমরা ভারতকে হারাতে পারি। আজ (কাল) আমাদের ব্যাটিংটা ম্যাচকে অনেকটাই জমজমাট করে দিয়েছিল। আমরা যদি আরেকটু মানসিকভাবে শক্তিশালী হতে পারি তাহলে জিততে পারব।’