বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

আলজেরিয়ার প্রভাবশালী সেনাপ্রধানের মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

আলজেরিয়ার সেনাপ্রধান লে. জেনারেল আহমদ গাইদ সালেহ সোমবার ইন্তেকাল করেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। দেশটির সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
গত এপ্রিলে গণআন্দোলনের মুখে ২০ বছরের শাসনকাজের পর সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুটেফ্লিকা পদত্যাগ করার পর জেনারেল সালেহই ছিলেন আলজেরিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি।

বুটেফ্লিকার পদত্যাগের পর সৃষ্ট টালমাটাল পরিস্থিতিতে তিনি দেশকে শান্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী আবদেল মজিদ তেবুন আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বুতেফ্লিকা যুগের পর এটিই ছিল দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।
সূত্র : আনাদুলু এজেন্সি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ