স্পোর্টস ডেস্ক:
২০১৭ সালের পর আবারও জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল লাৎসিও। এই টুর্নামেন্টের ইতিহাসে তাদেরকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ৫ম শিরোপা ঘরে তুলল তারা।
খেলার শুরুতেই লুইস আলবার্তোর গোলে এগিয়ে যায় লাজিও। ষোড়শ মিনিটে সাভিচের কাছ থেকে বল পেয়ে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান এই তারকা।
গতকাল রবিবার রাতে রিয়াদে অনুষ্ঠিত এ ম্যাচের ১৬তম মিনিটে লুইস আলবার্তোর গোলে এগিয়ে যায় লাৎসিও। সার্জেই মিলিনকোভিচ-সাভিচের কাছ থেকে বল পেয়ে ১০ গজ দূর থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। তবে এ লিড ধরে রাখতে পারেনি তারা
প্রথমার্ধ শেষ হওয়ার অল্প-কিছুক্ষণ আগে গোল করে দলকে খেলায় সমতায় ফেরান জুভেন্টাসের ডিবালা।
দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে লুলিচের চমৎকার গোলে আবার এগিয়ে যায় লাৎসিও। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের রদ্রিগো বেনট্যাংকুর। পরের মিনিটে দারুণ ফ্রি-কিক থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান দানিলো কাতালদি। তার গোলেই শিরোপা জিতে নেয় লাৎসিও।