স্বদেশ ডেস্ক:
নোয়াখালীর চাটখিল উপজেলায় গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির হোসেন প্রকাশ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশের দাবি,নিহত মনির এলাকার চিহ্নিত মাদক কারবারি ও তার বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রয়েছে।
গতকাল রোববার রাতে উপজেলার হাঁটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি,রোববার রাতে সন্ত্রাসী মনিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে, অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে হাঁটপুকুরিয়া এলাকার গণি মিয়ার দরজা এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় মনিরের সহযোগীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মনির নিহত ও তিন পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড গুলি, চাকু ও ৫০ পিস ইয়াবা উদ্ধার জব্দ করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন,আজ সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।