স্বদেশ ডেস্ক: ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তার জন্য কনসার্টের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠানটির আয়োজন করে শোটাইম মিউজিক।
এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান জানান, এরই মধ্যে অনুষ্ঠানটি হয়েছে। এই অনুষ্ঠান থেকে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ অর্থ সংগ্রহ হয়েছে। আরও অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের কাছ থেকে পাওয়ার পর সম্পূর্ণ অর্থ এন্ড্রু কিশোরের ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হবে। এ কনসার্টে বেবি নাজনীনসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী আরও ৪০ জন শিল্পী অংশ নিয়েছেন। তারা গান গেয়েছেন এবং বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন। শিল্পীদের কেউ কোনো পারিশ্রমিক নেননি।
বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত। এখন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন।