স্বদেশ ডেস্ক: বাংলা সিরিয়াল করে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। এরমধ্যেই করে ফেলেছেন বেশ কয়েকটি দর্শকপ্রিয় কাজ। ‘ফাগুন বউ’ দিয়ে আলোচনায় আসা মিশমি দাস অভিনয় করেই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সামাজিকযোগাযোগ মাধ্যমে তিনি একটি ছবি পোস্ট করেন। খোলা পিঠের সেই ছবি পোস্ট করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। শুরু হয়েছে সমালোচনাও। কারণ সেই খোলা পিঠে সাতটি চক্র ট্যাটু করিয়েছেন তিনি।
সবাই বলছেন এভাবে পিঠ পুড়িয়ে ট্যাটু করার মধ্যে বাড়তি কোনো সৌন্দর্য নেই। আর যে সৌন্দর্য নগ্ন হয়ে মানুষের সামনে আনতে হয় তার কোনো মূল্যও নেই। তবে মিশমির ভক্তরা এটাকে বেশ উপভোগ করছেন। তারা বাহবা দিয়েছেন নতুন ডিজাইনের ট্যাটুর জন্য।
মিশমি সবসময় তার জীবনের নানা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। কে কী বলল আর ভাবল তা নিয়ে মাথা ঘামান না। খোলা পিঠের ছবি দেওয়ার পরও ভাবছেন না। জবাবও দিচ্ছেন না কোনো সমালোচনার।
‘ফাগুন বউ’ সিরিয়ালে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করে আলোচনায় আসেন মিশমি দাস। এরপর সান বাংলায় ‘জিয়নকাঠি’ সিরিয়ালে তিনি এখন পরিচিত মুখ।
সম্প্রতি তিনি বাংলা চলচ্চিত্রেও কাজ করছেন। ‘বুড়ো সাধু’ নামের সেই ছবিতে একটি প্রধান চরিত্রে তিনি অভিনয় করেন।