হাকিকুল ইসলাম খোকন: নিউইয়র্ক সিটি কাউন্সিলের ১৯তম ডিক্টিক কুইন্স-এর কাউন্সিলম্যান পল এ ভ্যালন তাঁর ৪৬তম জন্মদিন উদযাপন করেন। এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউইয়র্কের ঐতিহ্যবাহী বোরবন ষ্ট্রীট রেষ্টুরেন্ট, ক্রস আইল্যান্ড পার্কওয়ে বেসাইডে (Bourbon Street Restaurant At:40-12 Bell blvd,Bayside,New York,NY-11361)। নিউইয়র্ক সিটি কাউন্সিল-এর সাবেক স্পীকার ও পল ভ্যালন’র পিতা পিটার ভ্যালন সিনিয়র, ভাই সিটি সাবেক কাউন্সিলম্যান ও ক্রিমিনাল জজ পিটার ভ্যালন জুনিয়র প্রমুখ তাঁর জন্মদিনে উপস্থিত অতিথিদের মাঝে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাউথ এশিয়ান কমিউনিটির বিপুল সংখ্যক অতিথিদের সাথে বাংলাদেশ কমিউনিটির আমন্ত্রিত অতিথি ছিলেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং কমিউনিটি এক্ট্রিভিষ্ট দেলওয়ার মানিক। মূলধারার রাজনীতিক, সাংবাদিক, কবি, বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক অতিথি পল এ ভ্যালন-এর জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের সকলকে নৈশ ভোজে সবাইকে আপ্যায়িত করা হয়।-(বাপসনিউজ)