স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামের পটিয়ায় প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- নুরুল হাকিমের ছেলে নুরুল আজিম প্রকাশ দুলু (২৬) ও মৃত মোজাহের মিয়ার ছেলে খোরশেদ আলম (২৫)।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দারখীল গ্রামের প্রবাসীর স্ত্রী বৃহস্পতিবার বিকালে নলান্ধা গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে সন্ধ্যায় নিজ বাড়িতে ফেরার সময় চার যুবক তাকে ধরে নলান্ধা গ্রামের গরুলুটা খালের পাশে বাগানে নিয়ে গণধর্ষণ করে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনার সাথে জড়িত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকি দুজনকে গ্রেপ্তারে চেষ্টা চালছে।’