স্বদেশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেটে অভিশংসন প্রক্রিয়া দ্রুত শুরু করতে চান। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত বুধবার প্রতিনিধি পরিষদে অভিশংসিত হওয়ার পর তিনি ধারাবাহিক টুইটে এমন মন্তব্য করেন। গতকাল এ খবর জানিয়েছে বিবিসি।
এ দিকে সিনেটে অভিশংসন প্রক্রিয়া ট্রাম্প দ্রুত চাইলেও ডেমোক্র্যাটরা অতোটা দ্রুত চাইছেন না; বরং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সিনেটে সুষ্ঠু বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। সিনেটে রিপাবলিকানদের সংখ্যা বেশি থাকায় ট্রাম্প রেহাই পাবেন বলে অনেকটাই নিশ্চিত।
ধারাবাহিক টুইটে ডেমোক্র্যাটদের অভিযোগ করে ট্রাম্প বলেন, তাদের বিষয়টি অত্যন্ত বাজে। কেননা তারা ডেমোক্র্যাটরা আমাকে আইনি সুবিধা দেয়নি। না কোনো আইনজীবী, না কোনো প্রত্যক্ষদর্শীÑ কিছুই ছিল না। এখন তারা বলছে সিনেটে কিভাবে বিচার প্রক্রিয়া চলবে। তারা কোনো কিছুই প্রমাণ করতে পারেনি, তারা কিছুই দেখাতে পারবে না। আমি চাই শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হোক।
উল্লেখ্য, মার্কিন ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অভিশংসিত হলেন। এর আগে দুই প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে তারা মুক্তি পান।