স্বদেশ ডেস্ক: গত বৃহস্পতিবার কলকাতায় শেষ হয়ে গেছে ২০২০ আইপিএল নিলাম। নিলামে সাড়ে ১৫ কোটি টাকায় অজি পেসার প্যাট কামিন্সকে দলে নিয়েছে কলকাতা নাইটরাইডার্স। নিলামের টেবিলে নিজে না থাকলেও দল গুছিয়ে নিয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংসও। কিন্তু সৌরভের আইপিএল দলে জায়গা হলো না সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির। তাকে টপকে সৌরভের দলে জায়গা করে নিলেন ঋষভ পন্থ। এমনকি আইপিএল নিলামের ইতিহাসে সবেচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্সকেও দলে রাখেননি সৌরভ।
কেন ধোনি জায়গা পেলেন না? এই প্রশ্নের ব্যাখায় সৌরভ জানান, “রেকর্ড সব ধোনির পক্ষে রয়েছে। তবে দীর্ঘদিন ক্রিকেটের মধ্যে নেই ধোনি। তাই পন্থকে নেওয়ার সিদ্ধান্ত।”
জানা গেছে, গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভকে পরের বছরের আইপিএলের জন্য ফ্যান্টাসি দল তৈরি করতে বলা হয়েছিল। এর প্রেক্ষিতে ধোনি ও কামিন্সকে বাদ দিয়ে ১১ সদস্যের আইপিএল দল সাজান তিনি।
সৌরভের আইপিএল দল হলো:
সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহালি, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ, আন্দ্রে রাসেল, জশপ্রীত বুমরাহ, মার্কাস স্টইনিস, রিয়ান পরাগ, জোফরা আর্চার, রবীন্দ্র জাদেজা।