রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

নামতে গিয়ে গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে বাসের চাকায় পিষ্ট যাত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপিতে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল বাছেত (৪০) নামে টুইস্টিং মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি তেলকুপি পূর্বপাড়া গ্রামের ট্যাপা শামছুল ইসলামের ছেলে।

আজ শুক্রবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ-ধানগড়া সড়কের তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি আবু দাউদ জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে সিরাজগঞ্জ থেকে একটি লোকাল বাস রায়গঞ্জের ধানগড়ার দিকে যাচ্ছিল। নিহত বাছেত ওই বাসের যাত্রী ছিলেন। বাসটি তেলকুপিতে পৌঁছলে বাছেত বাস থেকে নামার চেষ্টা করেন। বাসটির গতি স্লো করলে লাফ দিয়ে নামার সময় সড়ক ঘেঁষে রাখা স’ মিলের গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেয়ে ওই বাসের পেছনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাছেত।

এই ঘটনায় এক ঘণ্টার মতো ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওই সড়কের পাশে অবস্থিত স’ মিলের গাছের গুঁড়ি সড়ক দখল করে রাখার ফলে দুর্ঘটনার শিকার হন অনেকেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ