স্বদেশ ডেস্ক:
রাজধানী পানামা সিটির লা জয়িতা কারাগারে মঙ্গলবার নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে ১২ বন্দী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে পানামানিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে।
গোলাগুলির ঘটনা একটি ছোট কক্ষে হয় যেখানে স্থানীয় গ্যাংয়ের বন্দীদের রাখা হয়েছিল।
বন্দুকযুদ্ধের পরে ঘটনাস্থল থেকে পাঁচটি পিস্তল এবং তিনটি রাইফেল পাওয়া গেছে। অস্ত্রগুলো কারাগারে পাচার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় পুলিশের সহকারী পরিচালক আলেকিস মুউজ বলেছেন, এ ধরনের পাচার দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং ‘কারাগারের ভেতরে অস্ত্র পাওয়ার অনেকগুলো উপায় রয়েছে।’
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সংঘর্ষে কোনো প্রহরী বা কারাগারের কোনো সৈন্য আহত হননি এবং কোনো বন্দীর পালিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি।
সূত্র : ইউএনবি