বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

ক্যামেরুনের জঙ্গি হামলায় সেনাসহ নিহত ২৪

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯

মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তরাঞ্চলের লেক শাদ দ্বীপে জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গতকাল বুধবার সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছে ৮৪ জঙ্গি।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাল্টা অভিযানে জীবিত ৪০ জঙ্গিকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন বেসামরিক নাগরিক ছিলেন বলে আরও জানানো হয়।

বুধবার জঙ্গিরা রাজধানী ইয়াওনডে থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে লেকের নিকটবর্তী দারাক এলাকার আটটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত তিন শতাধিক সন্ত্রাসী এ হামলা চালায়। গত কয়েক বছরের মধ্যে বোকো হারামের এটিই সবচেয়ে নৃশংস হামলাগুলা বলে মন্তব্য করেছে দেশটির সামরিক বাহিনী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ