রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

ফাঁকা করা হচ্ছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, গ্রেপ্তার ২১

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অন্যান্য রাজ্যের মতো উত্তর প্রদেশও উত্তাল। এ রাজ্যের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েই চলছে সবচেয়ে বড় বিক্ষোভ। তবে শিক্ষার্থীদের এ আন্দোলনে ব্যাপক নিপীড়ন চালাচ্ছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গতকাল সোমবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে ৩০ জন শিক্ষার্থী ও ১০ জন পুলিশ আহত হয়।

এর জেরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের বের করে দিচ্ছে উত্তর প্রদেশ পুলিশ। তারা প্রতিটি হলে অভিযান চালাচ্ছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তারা ২১ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১৫ জন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

নুর আলম ও রেহান আলম নামে দুই শিক্ষার্থী অভিযোগ করেন, ‘বিক্ষোভকারীদের একাংশ যদি পাথর ছুড়েও থাকে তাহলেও পুলিশের সংযত আচরণ করা উচিত ছিল। কিন্তু পুলিশ লাঠিচার্জ করে। তার পরে ক্যাম্পাসে ঢুকে পার্ক করে রাখা গাড়ির ক্ষতি করে পুলিশ। হোস্টেলেও ঢুকেছিল পুলিশ।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের মোটরসাইকেল ভাঙচুর করছে পুলিশ। তবে তা অস্বীকার করে উত্তর প্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ জানিয়েছেন, পুলিশের বিরুদ্ধে ভাঙচুর করার কোনো অভিযোগ পাওয়া যায়নি। কর্তৃপক্ষের অনুরোধেই ক্যাম্পাসে বাহিনী পাঠানো হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ