বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের বাইরে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, পালিয়ে থাকা রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে।

তিনি শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধূরী, সহ-সভাপতি শেখ রুহুল আমীন, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশার খায়ের, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সাধারন এমদাদুল হক বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877