শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন

কীর্তনখোলায় লঞ্চ-কার্গোর মুখোমুখি সংঘর্ষ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক:

বরিশালে যাত্রীবাহী এমভি শাহরুখ-২ লঞ্চের সাথে সংঘর্ষে এমভি হাজি মো. দুদু মিয়া নামের একটি কার্গো কীর্তনখোলা নদীতে ডুবে গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলায় এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শাহরুখ- ২ নামে লঞ্চটি যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় নদীবন্দর এলাকায় বিপরীত দিক দিয়ে আসা এমভি হাজি মো. দুদু মিয়া নামে কার্গোটির সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এর পরপরই কার্গোটি নদীতে ডুবে যায়। এসময় লঞ্চটির সামনের দিকের তলা ফেটে যাওয়ায় তা চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় নোঙর করে ও নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দেয়।

ঘটনার পরপরই নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ