রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

মুসলিমরা নাগরিকত্ব পাবেন না, এটা ভালো খবর : তসলিমা নাসরিন

মুসলিমরা নাগরিকত্ব পাবেন না, এটা ভালো খবর : তসলিমা নাসরিন

স্বদেশ ডেস্ক:

ভারতে পাস করা হয়েছে বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি)। মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এ বিল নিয়ে সারা বিশ্বেই সমালোচনা চলছে। তবে এ বিল নিয়ে উল্টো সুর দিলেন ভারতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তসলিমা নাসরিন লেখেন, ‘আমি বাংলাদেশ থেকে ভারতে আসিনি। আমি ভারত এসেছি সুইডেন থেকে। আমি মনে করতাম, আমার বসবাসের জন্য ভারতই ভালো। আমি এখনো তাই মনে করি। অনেক হিন্দু যারা ইউরোপে বসবাস করছেন তারা আমার মতো করে ভাবে না। যারা দেশকে ভালবাসে তাদেরই দেশে থাকা উচিত।’

অপর এক টুইট বার্তায় বিতর্কিত এ লেখিকা লেখেন, ‘আতঙ্কিত হওয়ার কি আছে? ভারত তার বিশাল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে বিতাড়িত করছে না। এটা (আইনটি) শুধু অবৈধ অভিবাসীদের নিয়ে। পাশ্চাত্যের অনেক দেশ এখন মুসলিমদের গ্রহণ করতে চায় না। সেটা কেন আমরা সবাই তা জানি। যাই হোক গতরাতে আমি ‘‘তাজমহল’’ নামে একটা ফ্রেঞ্চ সিনেমা দেখছিলাম, যেটা মুম্বাই হামলার গল্প নিয়ে তৈরি।’

অপরদিকে, পশ্চিমবঙ্গের একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাতকারে তসলিমা নাসরিন বলেছেন, ‘এটা খুব ভালো খবর যে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি এবং অন্যান্যরা নাগরিকত্ব পাবেন কিন্তু মুসলিমরা পাবেন না। যারা মুসলিম নয়, যেমন আমি নাস্তিক, আমার পাশাপাশি উদার মুসলিম এবং মুক্ত চিন্তার মানুষদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে ভালো হয়।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877