হাকিকুল ইসলাম খোকন: জাতিসংঘস্থ যুক্তরাজ্য স্থায়ী মিশরে উদ্যোগে চলমান বিশ্বকাপ ক্রিকেট’২০১৯ েস্মরণীয় করে রাখতে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লন-এ এক প্রীতি ক্রিকেট ম্যাচ-এর আয়োজন করা হয়৷ বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণকারী দশটি দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কূটনীতিকগণ অংশগ্রহন করেন৷ প্রীতি ম্যাচটির মূল উদ্দেশ্য ছিল সকল দেশের কূটনীতিকগণের আন্ত:সম্পর্ককে উন্নত ও সুদৃঢ় করা৷ (বাপস নিউজ) উত্সবমূখর পরিবেশে এই ম্যাচটির উদ্বোধন করেন যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত কারেন পিয়ারস্৷ এ সময় কূটনীতিক সম্প্রদায় ও তাঁদের পরিবারবর্গ এবং জাতিসংঘ সদরদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষে ম্যাচে অংশ গ্রহন করেন এবং তিনি ২৩ রানের অপরাজিত এক ইনিংস্ উপহার দেন৷ ওভারের ১৭ বল বাকী থাকতেই রাষ্ট্রদূত মাসুদের দল বাংলাদেশ ৩ উইকেটে জয়লাভ করে৷ পেশাদার এই কূটনীতিকের ক্রিকেট-নৈপূণ্য অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ ইস্ট নদীর তীরে সবুজ ঘাস আচ্ছাদিত জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনটি উত্সবমুখর পরিবেশে পরিণত হয়৷ শত ব্যস্ততার মাঝেও বহুমূখী কূটনীতিক কর্মকান্ডে জড়িত থাকা কূটনিতিকদের সমন্বয়ে ব্যতিক্রমধর্মী প্রীতি ক্রিকেট আয়োজনটি সকলেরই নজর কাড়ে৷ বয়সের বাঁধা উপেক্ষা করে নবীন-প্রবীন কূটনৈতিকগণের এই মেল-বন্ধন প্রীতি ক্রিকেট ম্যাচের ইতিহাসে এক অনন্য এবং নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অনেককেই মন্তব্য করতে শোন যায়৷ জুন মাসটি হচ্ছে নিউইয়র্কে গ্রীস্মকাল৷ রৌদ্রকরোজ্জ্বল উষ্ণ দুপুরে আয়োজিত এই ম্যাচ শুরু হয় ৪টায় এবং শেষ হয় বিকাল ৬টায় ৷ প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে উপস্থিত অতিথিদের ঐতিহ্যবাহী ব্রিটিশ খাবারে আপ্যায়িত করা হয়৷