রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

লাখ টাকায় নকল ফোন পেলেন ইঞ্জিনিয়ার

লাখ টাকায় নকল ফোন পেলেন ইঞ্জিনিয়ার

স্বদেশ ডেস্ক:

ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ‘আইফোন ১১ প্রো’ অর্ডার করেছিলেন ভারতের বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার রজনীকান্ত কুশওয়া। ফোনটি পাওয়ার আগেই দিয়েছিলেন ১ লাখ ১২ হাজার ১৪ টাকা। এত টাকা খরচ করেও তিনি পেয়েছেন একটি নকল ফোন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন’র প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘আইফোন ১১ প্রো’ মডেলের ফোনটি কিনতে অনলাইনে অর্ডার করেন ইঞ্জিনিয়ার রজনীকান্ত কুশওয়া। বর্তমানে আইফোনের সবচেয়ে দামি মডেল এটি। পেমেন্টও দিয়েছিলেন অনলাইনেই। অফারের পর ফোনটি কিনতে তার খরচ হয়েছিল ১ লাখ ১২ হাজার ১৪ টাকা।

জানা গেছে, রজনীকান্ত যে ফোনটি হাতে পেয়েছিলেন, সেটি আসলে  অন্য মডেলের। সেটি যাতে ‘আইফোন ১১ প্রো’র মতো দেখতে লাগে, তার জন্য ব্যাক সাইডে তিন ক্যামেরাওয়ালা একটি স্টিকার লাগানো হয়। সেই নকল ফোনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ওই ইঞ্জিনিয়ার। ফোনটি ভালো করে দেখলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়।

ক্ষোভ প্রকাশ করে ইঞ্জিনিয়ার রজনীকান্ত কুশওয়া জানান, তিনি শুধু নকল ফোন পেয়েছেন এমনটাই নয়, এটি আইওএস মডেলও নয়। এতে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে।

তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রজনীকান্তের ফোনটি দ্রুত পরিবর্তন করে দেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877