বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

নিউইয়র্ক প্রবাসী ‘তালহা’ বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছে

নিউইয়র্ক প্রবাসী ‘তালহা’ বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছে

স্বদেশ রিপোর্ট: বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং লেখক শামস চৌধুরী-নাজনীন-এর ছোট সন্তান তালহা বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় দলে খেলতে বাংলাদেশ যাচ্ছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। সে আমেরিকার ভার্জিনিয়া রাজ্যের ‘জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ে’ ২য় বর্ষের ছাত্র। তালহা পড়ছে প্রি-মেড এ। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও চৌকষ তালহা । এ বছর ওয়াশিংটন ডিসি ক্রিকেট লীগে ১২টি ম্যাচে ৪৩টি উইকেট আর ৮ শতাধিক রান করে তালহা গড়ংঃ ঠধষঁধনষব ঈৎরপশঃবৎ ড়ভ ঃযব ণবধৎ ধহফ ইবংঃ ডরপশবঃ ঞধশবৎ হিসেবে পুরস্কৃত হয়েছে। অফস্পিন আর ব্যাটসম্যান হিসেবে সে ভালো একজন অলরাউন্ডার। আমেরিকার জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছে বেশ আগেই। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন সফল ক্রিকেটার ও নির্বাচকের নজরে পড়ে তালহা। উদীয়মান এই ক্রিকেট তারকার প্রতিভা বাংলাদেশকে অনেক কিছু দেবার সম্ভাবনা আঁচ করতে পেরে জাতীয় ক্রিকেট দলের নির্বাচকমন্ডলী তাকে জাতীয় ক্রিকেট দলের নির্বাচকমন্ডলী অনুর্ধ -১৯ বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশ নেবার জন্যে বাংলাদেশে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে । খুব শীঘ্রই বাংলাদেশের উদ্দ্যেশ্যে তালহা নিউইয়র্ক ত্যাগ করবে বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877