শনিবার, ১১ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নির্বাচনের পর বাড়ি ফিরেই মারধরের শিকার বিএনপিকর্মী মেয়ের জন্য বিশেষ আয়োজন পরীর মাস্টার্সেও পরীক্ষার মাধ্যমে ভর্তির কথা ভাবা হচ্ছে: ঢাবি উপাচার্য নৈরাজ্য করলে ডাবল শিক্ষা পাবে বিএনপি, আমরা বসে নেই: ওবায়দুল কাদের জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে উত্তাল ইউক্রেন ‘শয়তানের নিঃশ্বাস‘ নামের যে ড্রাগ প্রতারণায় ব্যবহার হচ্ছে দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত পাইলট আসিম জাওয়াদ মালদ্বীপ থেকে সব সৈন্য প্রত্যাহার করেছে ভারত বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন
খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপির লাফালাফি ঠিক হয়নি : আইনমন্ত্রী

খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপির লাফালাফি ঠিক হয়নি : আইনমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি লাফালাফি করছে এবং এটা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের অদূরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেছেন, খালেদা জিয়া এমন কোনো অসুস্থ নন যে, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দিতে হবে। তাই তাদের (বিএনপির আইনজীবী) আবেদন নাকচ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তিনি বলেন, ‘এখন উনারা (বিএনপি) লাফালাফি শুরু করেছেন যে এটা ঠিক হয়নি। উনাদের কথা হচ্ছে, যা কিছুই বলবেন, তালগাছটা আমার।’

আইনমন্ত্রী বলেন, তাদের (বিএনপি) বক্তব্য সম্পূর্ণ মনগড়া। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি সব কাগজপত্র দেখার পর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এখানে বিতর্কের কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কিন্তু তারা (বিএনপি) এখন নিজেদের দলে নিজেদের নেতৃত্ব বজায় রাখার জন্য ‘আজেবাজে’ বলছেন।

মডেল মসজিদ উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া টাকা চুরি করে জেলে গেছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সব পক্ষের আইনজীবীদের বক্তব্য ও যুক্তিতর্ক শুনে এবং বাংলাদেশের সবচেয়ে উন্নত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও চিকিৎসকদের মেডিকেল প্রতিবেদন দেখে বলেছেন, তাকে জামিন দেয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি এমন কোনো অসুস্থ নন যে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দিতে হবে। সেই জন্যই তাকে জামিন দেয়ার কোনো প্রয়োজন নেই। তাই তাদের আবেদন নাকচ করেছেন আদালত।

আনিসুল হক বলেন, যে রায়, যে আদেশ, যে নির্দেশ উনাদের পক্ষে যাবে, সেটা অন্যায় হলেও আর মানুষকে পিষে ফেলার হলেও ভালো। উনারা খুশি। বিপক্ষে যখন কিছু বলা হয়, তখন তারা বলেন তাদের ওপর অত্যাচার করা হচ্ছে। তিনি বলেন, ‘আর একজন আছেন, রিজভী, আমি বুঝি না। তিনি অফিস থেকে বের হন না। খালি টেলিভিশনে বিবৃতি দেন।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যাঁদের আপনারা নেতা মানেন, তারা এতিমের টাকা মারেন, তারা মানুষ মারেন। তাদের বাদ দিয়ে রাজনীতি করেন। কই এই সাহস তো নাই।’

বিএনপি-জামায়াতের শাসনামলকে দুঃশাসন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ২০০১, ২০১৪ ও ২০১৫ সালে যা সৃষ্টি করেছিল, সেখানে ফিরে যেতে বাংলাদেশকে আর দেব না। আমরা এখন অন্য রেল গাড়িতে উঠে গেছি।’

আনিসুল হক বলেন, এই বাংলাদেশকে বিএনপি, জাতীয় পার্টি ও বিএনপি-জামায়াতের দোসররা একটা ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা করেছিল। এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে, বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের লুটপাটের অবস্থান থেকে বিশ্বের অত্যন্ত পাঁচটি উন্নয়নশীল ও উন্নত হচ্ছে এমন একটি দেশে বাংলাদেশকে পরিণত করেছেন শেখ হাসিনা। সবাইকে সতর্ক থাকতে হবে। এই বিএনপি-জামায়াত, বাংলাদেশকে বিশ্বাস করে না।

আখাউড়া মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ইমতিয়া আহমেদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমীর চক্রবর্তী।

ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ বিল্ডার্সের স্বত্বাধিকারী আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, আখাউড়া উপজেলায় ৪১ শতক জায়গায় ১২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877