শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

বরিশাল মহানগর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদিক

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল ক্লাবে মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাদিক আব্দুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর পূর্বের কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল তার সভাপতির পদ প্রত্যাহার করে নেন। পরে কাউন্সিলরদের প্রস্তাবের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর নাম এককভাবে প্রস্তাব করা হয়। পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটির বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ