শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

কাশ্মীরে রণবীর-আলিয়ার বিয়ে!

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

স্বদেশ ডেস্ক: বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর আর আলিয়া ভাটের প্রেম ও বিয়ের খবর নিয়ে সাংবাদিকরা দিস্তার পর দিস্তা খরচ করে ফেলেছেন। ফিল্ম কোম্পানিয়নের এক অনুষ্ঠানে উপস্থাপক অনুপমা চোপড়াকে রণবীর-আলিয়ার বিয়ের ইঙ্গিত দেন আরেক তারকা দীপিকা পাড়ুকোন। যদিও তিনি কথাটি মজা করে বলেছেন বলেই জানিয়ে দেন। কিন্তু তখন থেকেই মূলত তাদের বিয়ের খবর নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ অনেক বেশি বেড়ে গেছে। পাপারাজ্জিরাও তাদের দিন-রাত পাহারা দিচ্ছেন কীভাবে এই জুটির ছবি একসঙ্গে পাওয়া যায়। সাংবাদিকরা অনেক কাঠখড় পোড়াচ্ছেন– যে করেই হোক রণবীর-আলিয়ার বিয়ের খবর সবার আগে প্রকাশ করার জন্য। একটি সূত্র তারা পেয়েও গেছেন। এই দুই তারকার এক ঘনিষ্ঠজনের বরাতে জানা গেছে, আসছে শীতেই বিয়ে করতে চলেছে এই আলোচিত জুটি। এবার জানা গেল, রণবীর সিং-দীপিকা জুটির মতো তারাও ডেসটিনেশন ওয়েডিং করতে যাচ্ছেন! মুম্বাই মিরর জানিয়েছে, রণবীর-আলিয়া বিয়ে করতে যাচ্ছেন ভূস্বর্গখ্যাত কাশ্মীরে! বিয়ের সময় এক মাস ছুটি কাটানোর পরিকল্পনা করছেন তারা। তাই বিয়ের আগে হাতের সব জমে থাকা কাজ গুছিয়ে নিচ্ছেন। তবে বিয়ের বিষয়ে রণবীর কিংবা আলিয়া কেউই এখনো মুখ খোলেননি। তবে এর আগে বিভিন্ন ইন্টারভিউয়ে দুই তারকাই তাদের কাশ্মীরপ্রীতির কথা বলেছেন। দুজনে ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার শু¨টিংয়ে কিছুদিন আগেও কাশ্মীরে ছিলেন। এর আগেও আলিয়া কাশ্মীরে সিনেমার শু¨টিং করেছেন। তিনি ‘রাজি’ সিনেমায় কাশ্মীরের এক দেশপ্রেমিক মুসলিম নারীর চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী হয়েছেন। এই সিনেমার প্রচারণার সময় তার মুখে বারবার কাশ্মীর-বন্দনা শোনা গেছে। আলিয়া একবার উৎসাহের সঙ্গে বলেছিলেন, ‘কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয় জানতাম। নিজের চোখে তার প্রমাণও পেলাম। যখন আমি সেখানে শু¨টিংয়ের জন্য গেলাম তখনই বুঝতে পারলাম আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা এটি। কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার জন্য এত অল্প সময় সেখানে কাটানো যথেষ্ট নয়। ভবিষ্যতে আমি আবারও সেখানে যাওয়ার আশা রাখি। এবার যখন কাশ্মীরে যাব তখন কোনো কাজ নিয়ে যাব না। শুধু চারদিকে ঘুরে বেড়াব। শু¨টিং চলাকালীন সময়ে বেড়ানোর খুব বেশি সময় পায়নি।’ আলিয়া জানান, শু¨টিংয়ের ফাঁকে কিছুটা সময় পেলেই তার মা অভিনেত্রী সোনি রাজদানকে নিয়ে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বেরিয়ে পড়তেন। কাশ্মীরের সৌন্দর্য দেখে আলিয়া এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি আবারও সেখানে ফিরে যেতে যান। তাদের এই কাশ্মীর-প্রেমই হয়তো বিয়ের স্থান হিসেবে প্রথম পছন্দ।
রণবীর কাপুর বর্তমানে ব্যস্ত ইয়াশ রাজ ফিল্মসের ‘সমশেরা’ ছবির কাজ নিয়ে। অপরদিকে আলিয়ার হাতেও রয়েছে বেশ কয়েকটি ছবি কাজ। এর মধ্যে মহেশ ভাটের ‘সড়ক ২’ এবং সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাতিয়াওয়াড়ি’ অন্যতম। এছাড়া অয়ন মুখার্জি পরিচালিত ব্র‘হ্মাস্ত্র’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ