স্বদেশ ডেস্ক:
মালয়েশিয়ায় আবু কালাম( ৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৮ ডিসেম্বর, রাতে ঘুমের মধে তিনি মারা যান। আবু কালাম উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামের হোসেন আলীর ছেলে।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের ফিল্ড অফিসার আমিনুল হক জানান, আবু কালাম ১০ বছর ধরে মালয়েশিয়া কুয়ালালামপুর শহরে থেকে কাঠ মিস্ত্রী হিসেবে কাজ করতো। ৬ মাস আগে মোবাইল ফোনে তিনি বিয়ে করেন।
আগামী ২৬ ডিসেম্বর সে দেশে ফিরে আসার কথা ছিল কিন্তু এরই মধ্যে চলে গেছে না ফেরার দেশে। এ দিকে তার মৃত্যু খবর পেয়ে গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নববধূর সাথে দেখা হওয়ার আগেই স্বামী মারা যাওয়ার ঘটনা মেনে নিতে পারছে না পরিবারের কেউ। ভাগ্য বদলের আশায় বিদেশ গিয়ে আজ তাকে লাশ হতে হলো।
আমিনুল হক আরো জানান, আমরা লাশ দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছি।