স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সকে নেতৃত্ব দেবেনে আফগানিস্তানের খেলোয়াড় মোহাম্মদ নবী। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানো এই আফগানের ওপরই আস্থা রেখেছে রংপুর টিম ম্যানেজমেন্ট৷
আজ মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেন রংপুর টিমের পরিচালক এনায়েত হোসেন সিরাজ।
জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে ছিলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ শেহজাদ ও অধিনায়ক মোহাম্মদ নবী। আর ছিলেন কোচ মার্ক ডোনেল।
অধিনায়ক হিসেবে নাম ঘোষণার পর নবী বলেন, ‘অধিনায়ক হিসেবে আস্থা রাখায় রংপুর ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আমি অনেক দিন ধরেই বিপিএলে খেলি, এখানকার অবস্থা আমি জানি। অধিকাংশ খেলোয়াড়দের সঙ্গে আমি খেলেছি তাদের ভালো করেই জানি।’
আগামীকাল বুধবার বিপিএল শুরুর প্রথম দিনেই কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নামবে রংপুর। সন্ধ্যা সাতটায় মিরপুর শেরে বাংলায় খেলাটি শুরু হবে।