রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

নারী রেফারিকে ধর্ষণের হুমকি

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

‍স্পোর্টস ডেস্ক:

মাঠে খেলাধুলার বাইরেও কত কী হয়! প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি, মারামারি ছাড়াও সংঘাত হয় কোচ-সমর্থকদের মধ্যেও।  মাঠে রেফারিও নিগৃহীত হন অনেক সময়।  এবার ফুটবল মাঠে এক নারী রেফারিকে ধর্ষণের হুমকি দেওয়া হলো।

স্প্যানিশ গণমাধ্যম দ্য মার্কা তাদের সংবাদে জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিকে স্পেনের ফুয়েরতেভেনতুরা দ্বীপে নারী রেফারিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। নিজ দলের  ব্যাপারে নেওয়া সিদ্ধান্ত পছন্দ হয়নি এক সমর্থকের। তিনি ম্যাচ পরিচালনাকারী নারী রেফারিকে উদ্দেশ করে বলেন, ‘যদি তোমাকে বাইরে খুঁজে পাই তাহলে ধর্ষণ করব।’

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় লাস পালমাস ফুটবল ফেডারেশন। গতকাল সোমবার তারা এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে তারা জানায়, ‘ফুটবল মাঠে এ ধরনের “যৌন আচরণ” ক্রীড়া ক্ষেত্রে নারীর ভূমিকাকে হেয় করে।  ফেডারেশন ও রেফারি কমিটি এ ঘটনায় শাস্তি প্রদানে বদ্ধপরিকর যাতে করে ভবিষ্যতে রেফারিদের সঙ্গে কেউ এ ধরনের আচরণ করতে না পারে।  আমরা আমাদের ভুক্তভোগী নারীর প্রতি পূর্ণ সংহতি ও সহায়তা প্রদানের ঘোষণা দিচ্ছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ