স্বদেশ ডেস্ক: বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে ঢাকায় এসেছেন বলিউড সুপাস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। রোববার সকালেই ঢাকায় এসেছেন এই দুই তারকা। সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকার বিমান।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন তারা দুজনে। এর আগে বিপিএলের এবারের আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে আরো পারফর্ম করার কথা রয়েছে জেমস, কৈলাস খের, মমতাজসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পির।
বিভিন্ন সূত্রে জানা গেছে, রাত ৯টার পরে মঞ্চে উঠার কথা রয়েছে ক্যাটরিনা কাইফের। এরপর আসবেন সালমান খান।
এর আগে সন্ধ্যা ৬টায় মঞ্চে আসবেন দেশের ব্যান্ড সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী জেমস। জেমস শেষ করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে কণ্ঠশিল্পী মমতাজের পরিবেশনা।