শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এসএ গেমস ক্রিকেটে ফাইনালে বাংলাদেশ

এসএ গেমস ক্রিকেটে ফাইনালে বাংলাদেশ

স্বদেশ ডেস্ক: এসএ গেমস ক্রিকেটে ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপালের বিরুদ্ধে ৪৪ রানের জয় তুলে নেয় অনুর্ধ-২৩ দল।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৫ ও আফিফ হোসেনের আগ্রাসী ৫২ রানের ইনিংসের উপর ভর করে নেপালকে জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১১১ রান তুলেছে নেপাল।

আজ শনিবার নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে টসে হেরে ব্যাটিং পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে প্রথমে চাপে পরলেও শান্ত আফিফের ৯৪ রানের জুটিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান তোলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। ৪.২ ওভারে ১৪ রান তুলতেই ৩ উইকেট হারায় স্বাগতিকেরা। এক প্রান্ত ধরে রাখা ওপেনার জ্ঞানেন্দ্র মাল্লাকে (৪৩ বলে ৪৩) যখন আউট হন নেপালের সংগ্রহ তখন ১৬.২ ওভারে ৯ উইকেটে ৯৩। শেষ পর্যন্ত ২০ ওভারে ১১১ রান করে দলটি। বল হাতে টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন সৌম্য সরকার, সুমন খান, মেহেদী হাসান ও তানভীর ইসলাম।

সোনার পদক জয়ের লড়াইয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877