শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা উত্তর ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ মিশনে হামলা, হিন্দু সংগঠনটির বয়স ১ সপ্তাহ! আজ থেকে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব? তারেক রহমানের দেশে ফেরা-আইনি প্রক্রিয়ার বাইরেও আছে রাজনৈতিক সমীকরণ রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত প্রধান উপদেষ্টার বৈঠক থেকে বেরিয়ে যা বললেন আহমাদুল্লাহ বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ধর্ম ও মতের পার্থক্য থাকলেও আমরা সবাই একই পরিবারের সদস্য : প্রধান উপদেষ্টা
পানির দামে ৬ জিবি র‍্যামের ফোন!

পানির দামে ৬ জিবি র‍্যামের ফোন!

রেডমি-সেভেন ও স্যামসাং গ্যালাক্সি এম-টুয়েন্টির সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হল ইনফিনিক্স হট-সেভেন প্রো। এই ফোনে রয়েছে ছয় জিবি র‍্যাম। এই প্রথম ১৩ হাজার টাকার নিচে কোনো ফোনে ৬ জিবি র‍্যাম থাকছে। হট-সেভেন প্রো এর সামনে ও পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি আর মেটাল ইউনিবডি ডিজাইন। আগামী ১৭ জুন ভারতে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

ইনফিনিক্স হট-সেভেন প্রো এর দাম:

৬ জিবি র‌্যাম আর ৬৪ জিবি স্টোরেজে ইনফিনিক্স হট-সেভেন প্রো এর দাম ১২ হাজার একশ টাকা। মিডনাইট ব্ল্যাক আর অ্যাকোয়া ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে ইনফিনিক্স হট-সেভেন প্রো।

ইনফিনিক্স হট-সেভেন প্রো স্পেসিফিকেশন:

ডুয়াল সিম ইনফিনিক্স হট-সেভেন প্রোতে থাকছে একটি ৬ দশমিক ১৯ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে মিডিয়া টেক হেলিও পি-২২ চিপসেট, ৬ জিবি র‌্যাম আর ৬৪ জিবি স্টোরেজ। হট-সেভেন প্রো এর সামনে ও পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ। ফোনের পিছনে ডুয়াল ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল প্লাস ২ মেগাপিক্সেল সেন্সর। ফোনের সামনের ডুয়াল ক্যামেরাতেও থাকছে ১৩ মেগাপিক্সেল প্লাস ২ মেগাপিক্সেল সেন্সর। দু’টি ক্যামেরাতের থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। ইনফিনিক্স হট-সেভেন প্রো ফোনে থাকছে একটি ৪ হাজার এমএএইচ ব্যাটারি। এই ফোনটি ৭ দশমিক মিলিমিটার চওড়া। ফোনের ডিসপ্লের উপরে থাকছে একটি নচ।

ইনফিনিক্স এর সিইও অনিশ কাপুর জানিয়েছেন, হট-সেভেন প্রো এর হাত ধরে স্টাই ও পারফর্মেন্সের এক দুর্দান্ত সমন্বয় খুঁজে পেয়েছি আমরা। আশা করছি সঠিক দামে তরুণ প্রজন্মের মন জিতবে এই ফোন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877