শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

৫ সহকর্মীকে হত্যার পর ভারতীয় জওয়ানের আত্মহত্যা

৫ সহকর্মীকে হত্যার পর ভারতীয় জওয়ানের আত্মহত্যা

স্বদেশ ডেস্ক: পাঁচ সহকর্মীকে গুলিকে হত্যার পর আত্মহত্যা করেছে ভারতের এক আইটিবিপি (ইন্দো-তিব্বতিয়ান বর্ডার পুলিশ) জওয়ান। খুনের পর নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয়েছেন ওই জওয়ানও। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের নারায়ণপুর জেলার কাদেনার ক্যাম্পে। গুলিবর্ষণের ফলে আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন।

ছত্তিশগড় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনও বিষয় নিয়ে বাগবিতণ্ডার জেরে এক জওয়ান নিজের সার্ভিস রাইফেল থেকে আচমকাই গুলিবর্ষণ শুরু করেন। পাঁচ সহকর্মীকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হন তিনিও।

রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেন, ‘এক জওয়ান তার সার্ভিস রাইফেল থেকে অন্যান্য জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়।’

হত্যাকাণ্ডের খবর পেয়েই দ্রুত ওই এলাকায় যায় জেলার পুলিশকর্তারা। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে কাদেনার এলাকায় আইটিবিপি-র ওই ঘাঁটি। কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877