বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
‘ধর্ষণরোধে’ পুলিশের ১৪ পরামর্শ ঘিরে বিতর্ক

‘ধর্ষণরোধে’ পুলিশের ১৪ পরামর্শ ঘিরে বিতর্ক

স্বদেশ ডেস্খ: চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার জেরে নারীদের উদ্দেশে ১৪ পরামর্শ দিয়েছে ভারতের হায়দরাবাদ পুলিশ। তবে সেই পরামর্শ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দানা বেঁধেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পুরুষদের জন্য কেন পরামর্শ নেই?

গত বৃহস্পতিবার হায়দরাবাদের শামশাবাদ টোল প্লাজা এলাকায় এক তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ করে চার যুবক। ধর্ষণের পর ওই তরুণীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা হয়।

এদিকে এ ঘটনায় খুব চটেছেন অমিতাভ বচ্চনপত্নী জয়া বচ্চন। গতকাল সোমবার রাজ্যসভায় নিজের বক্তব্যে তিনি ধর্ষকদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা উচিত বলে মন্তব্য করেছেন।

রাস্তাঘাটে মেয়েদের নিরাপত্তার জন্য পুলিশের দেওয়া ওই ১৪ পরামর্শ ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে-

১. মেয়েরা কোথায়-কখন যাচ্ছে, সেই গতিবিধির আপডেট পরিবারকে জানিয়ে রাখতে হবে।

২. যদি সম্ভব হয় সর্বশেষ অবস্থান সম্পর্কে পরিবার ও বন্ধুদের অবহিত করতে হবে।

৩. অটো বা ট্যাক্সিতে চাপার আগে নম্বর প্লেটের ছবি তুলে, তা পরিবারের লোকজনের কাছে শেয়ার করতে হবে। এমনকি ওই চালকের যোগাযোগ নম্বর।

৪. গন্তব্য অপরিচিত জায়গা হলে, সেই রুট চেক করে নিতে হবে।

৫. সবসময় জনবহুল এলাকায় অপেক্ষা করুন।

৬. একদম নির্জন, বিচ্ছিন্ন কোনো এলাকায় না দাঁড়িয়ে, কাছাকাছি দোকান আছে-এমন কোনো জায়গায় অপেক্ষা করাই ভালো।

৭. ১০০ ডায়াল করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

৮. ‘hawk eye’ ডাউনলোড করে, লোকেশন সবসময় অন করে রাখতে হবে। তাতে অবস্থান বোঝা যাবে।

৯. সন্দেহজনক পরিস্থিতিতে সংকোচ না করে যাত্রীদের কাছে সাহায্য চান।

১০. রাস্তাঘাটে একা থাকলে, তেমন পরিস্থিতিতে পুলিশকে ফোন করুন। এমনভাবে চিন্তা করুন, যেন আপনি পরিবারের কারও সঙ্গে কথা বলছেন।

১১. তেমন পরিস্থিতির সম্মুখীন হলে জোরে জোরে কথা বলুন। প্রয়োজনে চিৎকার করুন, যাতে পথচলতি মানুষজনের কানে যায়।

১২. অসহায় পরিস্থিতিতে জনবহুল এলাকার দিকে দৌড় দিন।

১৩. দুর্বৃত্তদের সম্পর্কে স্থানীয় পুলিশকে জানান।

১৪. ভেরিফিকেশনের জন্য ৯৪৯০৬১৬৫৫৫ হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি পাঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877