মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

পবিপ্রবিতে এক আসনে ৩০ শিক্ষার্থীর লড়াই

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

‍স্বদেশ ডেস্ক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩০ জন পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মাদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মোট ২৩০ টি আসনের বিপরীতে ৬ হাজার ৮৩৯ জন আবেদন করেছে। গড়ে প্রতি আসনে ৩০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে।

এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭০টি আসনের বিপরীতে গড়ে ৫০ জন করে মোট ৩ হাজার ৫১৩ জন, ‘বি’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে গড়ে ১৯ জন করে মোট ১ হাজার ৯৪৫ জন এবং ‘সি’ ইউনিটে ৬০টি আসনের বিপরীতে গড়ে ২৩ জন করে মোট ১ হাজার ৩৮১ জন আবেদন করে। ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা ২০ ডিসেম্বর ১১টায় এবং ৩টায়। ‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা ২১ ডিসেম্বর ১১টায় অনুষ্ঠিত হবে।

ভর্তি সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.pstu.ac.bd) পাওয়া যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ