স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটায় একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়েছে, পিলাটাস পিসি-১২ নামে বিমানটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রা করে। পরে বিমানটি ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১২ জন আরোহী ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাউথ ডেকোটায় বিমান বিধ্বস্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে দুজন শিশু এবং পাইলটও রয়েছে।
ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।