শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

দক্ষিণে বজলু, উত্তরে মান্নাফি সভাপতি নির্বাচিত

দক্ষিণে বজলু, উত্তরে মান্নাফি সভাপতি নির্বাচিত

স্বদেশ ডেস্ক: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। মহানগর উত্তরে শেখ বজলুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন এস এ মান্নান কচি। দক্ষিণে সভাপতি হয়েছেন আবু আহাম্মদ মোহাম্মদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হয়েছেন হ‌ুমায়ূন কবির।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউশনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।

শনিবার সকাল ১১টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে নৌকার মঞ্চে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

এর আগে সর্বশেষ ২০১২ সালের ২৭ ডিসেম্বর ত্রি-বার্ষিক সম্মেলন হয় আওয়ামী লীগের। তিন বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে উত্তর ও দক্ষিণকে ভাগ করা হয়। ২০১৬ সালের ১০ এপ্রিল রাজধানীর ৪৫ টি থানা ১০০ ওয়ার্ড ও ইউনিয়নে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন তৎকালিন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরলোগত সৈয়দ আশরাফ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877