সোমবার, ১৩ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

হিলি স্থলবন্দরে ব্যবসায়িক সুবিধা বাড়ানো হবে : ভারতীয় হাইকমিশনার

হিলি স্থলবন্দরে ব্যবসায়িক সুবিধা বাড়ানো হবে : ভারতীয় হাইকমিশনার

স্বদেশ ডেস্ক:

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভারত অংশে ব্যবসায়িক সুবিধাগুলো বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। শুক্রবার হিলিতে তিনি সাংবাদিকদের বলেন, ‘এ বন্দর দিয়ে অনেক যাত্রী পারাপার হয়ে থাকে। দুই দেশের মধ্যে কাঙ্ক্ষিত পরিমাণে আমদানি-রপ্তানি হচ্ছে। আরও কী করে এসব সুযোগ-সুবিধা বাড়ানো যায়, সে জন্য আমি এখানে দেখতে এসেছি এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি।’

‘যত দ্রুত সম্ভব হিলি স্থলবন্দরের ভারত অংশে ব্যবসায়িক সুবিধাগুলো বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়া হবে,’ যোগ করেন তিনি।

হিলি স্থলবন্দর পরিদর্শনকালে রীভা গাঙ্গুলী বাংলাদেশের হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় ও বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টসহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করে ভারতে প্রবেশ করেন। সেখানে আধাঘণ্টা অবস্থান করে আবার বাংলাদেশে ফিরে বেলা ১টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

এ সময় রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877