স্বদেশ ডেস্ক:
ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুসচাঙের দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৮৯ রান করেছে তারা। ত্রিপল সেঞ্চুরি করে অপরাজিত ওপেনার ওয়ার্নার। আর দেড়শতাধিক করেছেন লাবুসচাঙ। এই জুটির দুর্দান্ত তালমিলে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। আর এই পাহাড়ের সামনে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান।
প্রথম ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফিরেন পাক ওপেনার ইমাম-উল-হক। মাত্র ২ রান করে দলীয় ৩ রানেই মাঠ ছাড়েন তিনি। এই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফিরেন অধিনায়ক আজহার আলি। ব্যক্তিগত ৯ রানেই প্যাট কামিন্সের শিকার হন তিনি।
এখন ক্রিজে আছেন ওপেনার শান মাসুদ ও বাবর আজম। সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।
এর আগে শুক্রবার ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন ওয়ার্নার ও লাবুসচাঙ। আজ দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ১৬২ রানে সাজঘরে ফিরেন। আর ওয়ার্নার অপরাজিত থাকেন ৩৩৫ রানে। ৩৯ বাউন্ডারি ও একটি ছক্কায় দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। তারপর ৫৮৯ রানে ইনিংস ঘোষণা করেন।