স্বদেশ ডেস্ক: অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করবে না সুন্নি ওয়াকফ বোর্ড। বোর্ডের সদস্যরা জানিয়েছেন তাঁদের সিদ্ধান্তের কথা। যদিও সাত সদস্যের মধ্যে বোর্ডের এক সদস্য এখনও মত দেননি। অন্যদিকে, পুনর্বিবেচনার আবেদন না করলেও সুপ্রিম নির্দেশে মসজিদের জন্য পৃথক ৫ ওকর জমি নেওয়া হবে কি না তা নিয়ে বোর্ড কোনও বৈঠক করেনি। তাই এই সিদ্ধান্তের ক্ষেত্রেও ওয়াকফ বোর্ডের সদস্যরা আদৌ ঐক্যমতে এসেছে কি-না তা নিয়েও রয়েছে বিতর্ক। যদিও বোর্ডের জুফার ফারুখির দাবি, তিনি-সহ বোর্ডের ছয়জন আদালতে পুনর্বিবেচনার আবেদন না করার সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আইনজীবী ইমরান মাবুদ খান লখনউয়ের বৈঠকে অনুপস্থিত ছিলেন। মসজিদের জন্য পৃথক পাঁচ একর জমি দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা নিয়ে পরে ফের বৈঠকে বসবে বোর্ড। তবে সূত্রের খবর, আইনজীবী আবদুল রেজ্জাক চেয়েছিলেন, পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টে আবেদন করা হোক। কিন্তু বোর্ড এদিন জানিয়ে দেয়, তারা আবেদন করবে না।
প্রসঙ্গত: অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা নাসিরুদ্দিন শাহ-সহ ১০০ জন বিশিষ্ট মুসলিম বুদ্ধিজীবী অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পুনর্বিবেচনা ইস্যুর বিরোধিতা করেছিলেন। এদিন সুন্নি ওয়াকফ বোর্ডের ছয় সদস্য সর্বসম্মতভাবে শাবানা আজমিদের সিদ্ধান্তকে মান্যতা দিল। তবে মুসলিম পারসোনাল ল’বোর্ড ও জমিয়তে উলেমায় হিন্দ সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য আবেদনের সিদ্ধান্ত নিয়েছে।