রাজধানী লাগোয়া আশুলিয়ায় দু’দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানায়, দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবরে আশুলিয়া থানা পুলিশের একটি টিম মরাগাঙ এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ এক ডাকাত সদস্যকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে জানিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, ডাকাত দু’দলের মধ্যে গোলাগুলি চলছে এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ এক ডাকাতকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ বলছে, নিহত ডাকাত সদস্যের বিস্তারিত নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছেন তারা।