রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন

নৌ-বাহিনী প্রধানের সাথে জাতিসংঘের বৈঠক

নৌ-বাহিনী প্রধানের সাথে জাতিসংঘের বৈঠক

শান্তিরক্ষা কার্যক্রমে নৌবাহিনীর অংশগ্রহণ বৃদ্ধির সম্ভাবনা
নিউইয়র্ক, হাকিকুল ইসলাম খোকন: বাংলাদেশ সরকারে নৌ-বাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌ-বাহিনীর অংশগ্রহণ বৃদ্ধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও বৈঠকে অংশ নিতে চার দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন।
জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়া (Jean-Pierre Lacroix) এবং অপারেশনাল সাপোর্ট বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে (Atul Khare)’র সাথে বৈঠক করেন বাংলাদেশ নৌ বাহিনী প্রধান এ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এছাড়াও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি এ্যাডভাইজর লেফটেন্যান্ট জেনারেল কার্লোস হামবার্টো লয়টে (Carlos Humberto Loite) বাংলাদেশ নৌ-বাহিনী প্রধানের সাথে বৈঠক করেন। বৈঠকে নৌবাহিনী প্রধান জাতিসংঘের নীল হেলমেটের অধীনে বিশ্ব শান্তিরক্ষায় ভূমিকা রাখার ক্ষেত্রে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিবেদিত দায়িত্ব পালন ও আত্মত্যাগের কথা উল্লেখ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ নৌ বাহিনীর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানা গেছে। আলোচনায় প্রাধান্য পায় জাতিসংঘ সদরদপ্তর এবং ফিল্ড মিশনসমূহে উচ্চ পর্যায়ের পদে বাংলাদেশ নৌ-বাহিনীর কর্মকর্তাদের পদায়ন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ নৌ বাহিনীর জনবল ও সরঞ্জামাদি বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পায়। জাতিসংঘের কর্মকর্তাগণ বাংলাদেশ নৌ-বাহিনী থেকে পদায়নকৃত শান্তিরক্ষীসহ বাংলাদেশের সকল শান্তিরক্ষীদের কর্তব্যপরায়নতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। দক্ষ ও পেশাদার শান্তিরক্ষী পদায়ন, সর্বাধুনিক সরঞ্জামাদি সরবরাহ এবং বিভিন্ন মেগা ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি ও বাংলাদেশের নারী শান্তিরক্ষী বৃদ্ধির ব্যাপক প্রশংসাও করেন তাঁরা। বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রতি জাতিসংঘের আস্থা ও বিশ্বাস স্থাপনের জন্য নৌ-বাহিনী প্রধান ধন্যবাদ জানান। জাতিসংঘের উচ্চ পদস্থ এসকল কর্মকর্তাগণকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান নৌ-বাহিনী প্রধান। এ সময় নৌ-বাহিনী প্রধানের সাথে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এবং নৌ-সদরদপ্তরের পরিচালক (অপারেশন) কমডোর মাহমুদুল মালেক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877