বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

নিউইয়র্ক বাংলা বই মেলায় ‘বিপা ও বাফা’র অনুষ্ঠান

নিউইয়র্ক বাংলা বই মেলায় ‘বিপা ও বাফা’র অনুষ্ঠান

হাকিকুল ইসলাম খোকন: এবছরের নিউইয়র্ক বাংলা বইমেলার এক বিশেষ আকর্ষণ হবে উদ্বোধনী দিনে বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস বিপা)-র পরিবেশিত নৃত্যানুষ্ঠান, বরণীয় বাঙালি। এতে থাকবে নজরুল, রবীন্দ্রনাথ, জসীম উদ্দিন, রাধারমণ দত্ত ও বাউল ফকির লালন শাহ, এই পাঁচজন স্মরণীয় বাঙ্গালীর পাঁচটি সৃষ্টি গাঁথা সমন্বয়ে এক বিশেষ গ্রন্থনা। এতে অংশ নেবেন ফারজা সাইদ জ্যোতি, জারিন মাইসা, নামিয়া আমিন, রাইসা জারিন, কামিলা আলাম, রুশমিকা নাবিহা, নাহরিন ইসলাম, জারিন ইসলাম, নাওশিন চৌধুরী, সেহনুম চৌধুরী, ধানিয়া সাইদ দিয়া, মাহিমা আলী খান, মন জাবিন হাই, লিউনা মুহিত, সাইদা হক অন্তরা, সামিয়া ইসলাম, প্রিয়ন্তি পাল, এলমা রুদমিলা, প্রমা প্রসাদী। স্ক্রিপ্ট: মৃদুল আহমেদ। পরিচালনা: অ্যানি ফেরদৌস। রবিবার, বইমেলার তৃতীয় দিনে সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবে নিউইয়র্কের আরেক সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন, বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস (বাফা)। বইমেলার জন্য বিশেষভাবে প্রস্তুত তাদের উপস্থাপনার নাম পরম্পরা। অংশ নেবে মার্জিয়া স্মৃতি, অন্তরা সাহা, মিল্টন দেব, নুজহাত ফায়জা, সানজিদা ইসলাম, এশানি চৌধুরী, নিরমা গোলদার, কৃষ্ণা দেব, তৃষা রায়, অর্পিতা দেব, ফাতিহা নূর, চৈতানি দেব, নিরজা সরকার, রিয়া ভৌমিক, কথা শিকদার, মায়া এঞ্জেলিনা, নাসিমা, অদিতি, সরাফ, জারা, তুলসী, ইশরাত, অপ্সরা, অনিকা সাহা, অনিকা কাওসার। অনুষ্ঠানটির কোরিওগ্রাফি করেছেন অনুপকুমার দাশ। তত্বাবধানে ফরিদা ইয়াসমিন। এতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বিপা ও বাফা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877