বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন

খুলনায় মার্কেটে আগুন, পুড়লো ৩৫ দোকান

খুলনায় মার্কেটে আগুন, পুড়লো ৩৫ দোকান

স্বদেশ ডেস্ক:

খুলনা মহানগরীর ফেরিঘাট মোড়ের পুরোনো কাপড়ের একটি মার্কেটে মঙ্গলবার সকালে আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, সকালে ফেরিঘাট মোড়ের পুরোনো কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন। তাদের আটটি ইউনিট আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল জানান, প্রথমে মার্কেটের শীতের পোশাকের দোকানে আগুনসহ কালো ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877