স্বদেশ ডেস্ক:
বিপিএলে নিজেদের ব্যাটিং শক্তি আরো বাড়াতে এবার উইন্ডিজ ক্রিকেটার লিন্ডল সিমন্সকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগে টি-টোয়েন্টির ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলকে দলে ভেড়ায় তারা।
নিজেদের অফিসিয়াল ফেইসবুক পেজে সিমন্সের বিষয়টি নিশ্চিত করে তার ছবি সম্বলিত একটি পোস্ট দেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পোস্টের ক্যাপশনে তারা লেখেন, ‘নতুন অন্তর্ভুক্তি,(ড্রাফটের বাইরে থেকে) ক্যারিবিয়ান ব্যাটিং জিনিয়াস লিন্ডল মার্ক সিমন্স এখন একজন চ্যালেঞ্জার্স।’
জানা গেছে, প্লেয়ার ড্রাফট থেকে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়ালেও নিয়মানুযায়ী ড্রাফটের বাইরে থেকে দুইজন ক্রিকেটারকে নিজেদের স্পন্সরে আনতে পারবে যেকোন ফ্র্যাঞ্চাইজি। সেই নিয়ম মেনে লিন্ডল সিমন্সকে দলে ভেড়ায় চট্রগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড:
দেশি ক্রিকেটার:
মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মুক্তার আলী, পিনাক ঘোষ, নাসুম আহমেদ ও জুনায়েদ সিদ্দিকী।
বিদেশি ক্রিকেটার:
ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিষকা ফার্নান্দো, রায়াদ এমরিত, রায়ান ব্রায়ান ও ইমাদ ওয়াসিম, লিন্ডেন সিমন্স।