সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

মোড়েলগন্জ উপজেলা সোসাইটি ইউএস ইনক কার্যকারি কমিটি সভা

মোড়েলগন্জ উপজেলা সোসাইটি ইউএস ইনক কার্যকারি কমিটি সভা

স্বদেশ রিপোর্ট:

মোড়েলগঞ্জ উপজেলা বাংলাদেশের বাগেরহাট জেলার একটি প্রশাসনিক এলাকা এবং বাংলাদেশের উপজেলার মধ্যে ২য় বৃহওম মোরেলগন্জ উপজেলা।

গত শুক্রবার ২২ নভেম্বর জ্যামাইকার মান্নান বেকারী ও রেষ্টুরেন্টে কার্যকারি কমিটি সভা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ৮টায় মোড়েলগন্জ প্রবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বিত করেন সংগঠনের সভাপতি মোঃ ফারুক হোসেন তালুকদার ও সাধারন সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব টনি এর পরিচালনায় কার্যকারি কমিটি সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত সভায় বক্তব্য রাখেন এবং এই সভায় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ ফারুক হোসেন তালুকদার ,সহ-সভাপতি মোঃ বাবুল হাওলাদার(বাবুল), সাধারন সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব টনি যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুর রহমান হিমু, অর্থ সম্পাদক গাজী ফায়জুর রহমান(সুজন), প্রচার সম্পাদক চয়ন মিস্তী, আপ্যায়ন সম্পাদক স্বপন তালুকদার, সদস্য মাইনুল হাসান (মুহিদ) ও মহাসীন খান।

সভার প্রথমেই শোক প্রস্তাব আনেন আমরা গভীরভাবে শোকাহত, উক্ত সভায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।নিউ ইর্য়কের মোরেলগন্জ উপজেলা সোসাইটি ইউ এস ইনক এর সাধারন সম্পাদক তৈয়বুর রহমান তৈয়ব টনির দুই ভাই মাহাবুবুর রহমান রানা(৬৭) ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট নজিবুর রহমান(৬১) ও সদস্য মহাসীন খানের বোন নাহার খানমের (৫০) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মৃত্যুতে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

সভায় আরও সিন্ধান্ত হয়, আগামি ১৪ ডিসেম্বর শনিবার বিকাল পাঁচ টায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ও পিঠা উৎসবের আয়োজন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সিদ্ধান্ত হয়।

মোরেলগন্জ উপজেলা সোসাইটি ইউ এস ইনক এর যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুর রহমান হিমুর ২২ নভেম্বর জন্মদিন পালন করেন।শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের কেক কাটেন, জন্মদিনের পালন অংশ গ্রহন করেন বাংলাদেশ কনসুলেটের ফাস্ট সেক্রেটারী মো. শামীম হোসেন সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877